তার সুস্থতার জন্যে পরিবারের সদস্যরা সকলের দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম চোপদার শনিবার সন্ধ্যায় নামাজ পড়ে বের হওয়ার পর ভায়না গোরস্থান মসজিদের সামনে স্ট্রোক করে পড়ে যান। ঘটনার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই মুহূর্তে তিনি ঝুঁকিমুক্ত বলে জানা গেছে।
সেলিম চোপদারের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান জানান, আগের চেয়ে তিনি এখন কিছুটা সুস্থ হলেও তার শরীরের ডান পাশ বিকল হয়ে গেছে। তবে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হবে।
নব্বই’র এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মাগুরা জেলা আওয়ামী যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক সেলিম রেজা বিগত ২০০৬ সনের ২৮ অক্টোবর ঢাকা রোড বাসস্ট্যাণ্ড এলাকায় তৎকালিন সরকারি দলের কর্মী-সমর্থকদের হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ওই ঘটনার পর তিনি ভারত থেকে চিকিৎসা নিলেও নানা সংকটের কারণে চিকিৎসা সম্পন্ন করতে পারেন নি। এ অবস্থায় শনিবার তিনি ব্রেন স্ট্রোক করেন বলে পরিবারের সদস্যরা জানান।
সেলিম রেজার আশু রোগমুক্তির জন্যে পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।