মাগুরা প্রতিদিন ডটকম : প্রতিক বরাদ্দের সাথে সাথে মাগুরায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে জাসদ মনোনীত প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে।
শুক্রবার ও বৃহস্পতিবার জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলমের নেতৃত্বে মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ গোপালগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থি আল ইমরানের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
এ সময় জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের মধ্যে দলীয় প্রতিক মশাল সম্বলিত হ্যাণ্ডবিল প্রচারের মাধ্যমে জনসংযোগ চালান।
জনসংযোগ কালে জাসদ জাসদ নেতৃবৃন্দ-আবেগ নয় বিবেককে জাগ্রত করুন। সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্বকে বেছে নিন। বর্তমান ও ভবিষ্যত দুর্নীতিবাজদের পরাজিত করুন, ইত্যাদি শ্লোগান নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালান।
মাগুরায় ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।