মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট স্কেচ আর্টিস্ট আবদুল আজিজ বৃহস্পতিবার বিকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
১৯৩৮ সালে জন্ম আবদুল আজিজ দেশ বরেণ্য স্কেচ আর্টিস্ট মুস্তাফা আজিজের ভাবশিষ্য। তার প্রতি ভালোবাসা থেকে ১৯৮৫ সালে গুরুর নামানুসারে মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামে গড়ে তোলেন আর্ট স্কুল। যেখানে সপ্তাহের প্রতি শুক্রবার বিনা বেতনে শেখানো হয় ছবি আঁকা।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মৃত্যুর আগ পর্যন্ত মাগুরার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে বেড়িয়েছেন। মাঠে, ঘাটে, গাছের তলায়, যেখানেই ফুসরত পান মেলে ধরেন একাত্তরের বীরত্বের গল্পমালা। আর অন্যরাও শোনে মন্ত্রমুগ্ধের মতো। শুধু তাই নয়, নিজের অর্থে বাড়িতে বাড়িতে গিয়ে নানা ধরণের বই বিলিয়ে বেড়ানো মানুষটিই হচ্ছেন তিনি।
মাগুরার সাদাসিদে এই মানুষটির মৃত্যুতে তার দীর্ঘ জীবনের শিক্ষার্থী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।