মাগুরা প্রতিদিন : সমমনা ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে মানবিক এবং দখলদার ও চাঁদাবাজীমুক্ত একটি মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।
বৃহস্পতিবার মাগুরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক নোমানী ময়দানে কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সকালে আমীরে জামায়াত মঞ্চে উঠার আগেই মানুষে মানুষে সয়লাব হয়ে যায় মাগুরা জেলা শহর। জেলার ইসলামপুর পাড়া রোড, সরকারী মহিলা কলেজ, দুধ মল্লিক বালিকা বিদ্যালয় রোডসহ ঐতিহাসিক নোমানী ময়দানের আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নিজ নানান্দুয়ালী, ব্রীজঘাট প্রেসক্লাবের সামনে লোক সমাগম ছিলো চোখে পড়ার মতো। প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য বাসাবাড়ির ছাদে ভিড় জমায় অসংখ্য নারী পুরুষ।
মাগুরা জেলা আমীর এমবি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা, শফিকুর রহমান বলেন, আজ থেকে এক বছর আগে এমন একটি কর্মী সম্মেলনের স্বপ্নও দেখিনি আমরা। কারণ সেইসময় এমন একটি সরকার ক্ষমতায় ছিল, তারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না। ভাল লাগলে হাসতেও পারতো না। একটা ভয়ের সংস্কৃতি বিগত সরকার চালু করেছিল। কেউ তাদের মন্দকাজের সমালোচনা করলে আস্তে করে জেলে ঢুকিয়ে দিতো।
এই দেশ যারা দফায় দফায় শাসন করেছেন তাদের সকলকে জনগণের দেখার সুযোগ হয়েছে। এমনকি এক সময় আমাদের দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন। তাদেরকেও দেখার সুযোগ হয়েছে। তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে তিনটি মন্ত্রণালয়ের সেবা দিয়েছেন। তাদের নিকৃষ্ট দুশমনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নিতি এবং স্বজনপ্রীতি ছিল।
আমরা এমন একটি মানবিক সরকার গঠন করতে চাই যেখানে দু:শাসন হবে না, দুর্নিতিও চলবে না। এটি নির্মূল করতে হবে। নাহলে কেউ কোনোদিন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবে না।
তিনি বলেন, আমরা আপনাদের জানাচ্ছি অতীতে আমরা চাঁদাবাজি করি নাই। এখন করছি না। ভবিষৎতে করবো না। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন কাউকে চাঁদাবাজি করতে দেবো না। আমরা দখলবাজি চালাই না, ভবিষৎতে কাউকে দখলবাজি চালাতে দেওয়া হবে না।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজী করতে দিবো না। নিজেরা দখলবাজী করবো না, কাউকে দখলবাজি করতে দেবো না। একটি মানবিক সরকার গড়ে তুলবো ইনশা আল্লাহ।
জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন, যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আবদুল মতিন, ড আলমগীর বিশ^াস, মাওলানা আজিজুর রহমান ও শহীদ মিঠু বিশ^াস মারুফের বাবা মো. শাহজাহান।
মোবারক হোসেন বলেন, এখন কাজ একটাই যা আমীরে জামায়াত শুনাচ্ছেন। ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা জামায়াতের পক্ষেই সম্ভব। দেশের মানুষ ডান বাম সব দেখেছে। তারা এখন কোরআনের আইন দেখতে চায়। তিনি উল্লেখ করেন, এখন একধরণের বাহানা চলছে। আমাদের ব্যাপারে বেøম গেইম চলছে। আমরা নির্বাচন চাই, কিন্তু যেনতেন নির্বাচন চাই না। আনুপাতিক হারে নির্বাচন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা আজীজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী চায় দেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যয্যতা, প্রতিষ্ঠ হউক। তিনি উল্লেখ কওে, ২৪ সালে সারাদেশে সাড়ে ১৬শ তরুণ জীবন দিয়েছে। এর মধ্যে মাগুরায় রাব্বি, মাহদিসহ দশজন জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমরা সুন্দর শান্তির বাতাস পেয়েছি। কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সেদিন সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা বদরুদ্দীন, ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম, কৃষিবিদ গ্রুপের এমডি ড. আলী আফজাল, সাবেক ছাত্র নেতা এডভোকেট আজমত হোসেন, আলমগীর হোসনে রাজু, জেলা গণঅধিকার পরিষদের জেলা সভাপতি বরকত উল্লাহ, সাবেক ছাত্র নেতা মো, আনিসুর রহমান, শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মো. মশিউর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো, ইব্রাহীম বিশ্বাস, জেলা জামায়াতে তথ্য ও গবেষণা সেক্রেটারি মাওলানা কবির হুসাইন, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো, রবিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. আমিন উদ্দিন আশিক, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, মহম্মদপুর উপজেলা আমীর নূর আহম্মদ, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার উদ্দিন, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসাইন শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দীন মিজান ও শালিখা উপজেলার সাবেক আমীর আলমগীর হোসেন,।
উদ্বোধনী বক্তব্যে মাগুরা জেলা আমীর এমবি বাকের বলেন, জামায়াতে ইসলামী কারো বাপ-দাদার কিংবা কোন ব্যক্তির আইন দিয়ে দেশ পরিচালনা করবে না। আমরা আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে চাই। আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এদিন দুপুরে শহরের দরি মাগুরাস্থ আল আমীন কমপ্লেক্সে মহিলা রুকন সম্মেলন ও অমুসলীম নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন আমীরে জামায়াত। বিকেলে জেলার এলজিইডি সম্মেলন কক্ষে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান।