মাগুরা প্রতিদিন ডিটকম : ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) নূর মোহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা ১২টায় রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ বোধ করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৯৬ সাল থেকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইতে নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে গেছেন নূর মোহাম্মদ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, জেলা জাসদের সভাপতি অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।