মাগুরা প্রতিদিন: ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাগুরায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে শহরে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়েত শেষে শহরে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের ভায়নার মোড়ে বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে নানা শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
এ সময় তারা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মতিন, তাওহীদ, সেলিম, রাকিব, তিতাস, অপূর্ব, হামিদ, মিনহাজ, মাস্টার সেলিম, বায়োজিদ, মাহাদী, আজিজুর, হানিফসহ অন্যান্য।