মাগুরা প্রতিদিন : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আলতাফ হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে মাজার জিয়ারত শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
স্মরণসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, এড. শফিকুজ্জামান বুচ্চু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, রানা আমির ওসমান, বাবুল ফকিরসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন।
আলতাফ হোসেন ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি মাগুরার নেতৃত্ব দেন। দীর্ঘ ২৮ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর এবং মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।