মাগুরা প্রতিদিন ডটকম : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন থেকে সংরক্ষিত সদস্য হিসেবে জাসদ কর্মী কাকলি বেগম এবং সাধারণ সদস্য হিসেবে রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত দুই জনপ্রতিনিধি শুক্রবার জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাহিদ আলমের হাতে ফুল তুলে দিয়ে মিষ্টিমুখ করান।
এ সময় জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাসদ কর্মী কাকলি বেগম বক প্রতিক নিয়ে হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে এবং রবিউল ইসলাম ফুটবল প্রতিক নিয়ে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
উভয় প্রার্থীর বিজয়ে স্থানীয় ভোটার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নব নির্বাচিত দুই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন জাসদ নেতা জাহিদ আলম।