মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মাগুরা জেলা শাখার সংগ্রামি সহ-সভাপতি, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন দিলু’র মাতা আমেনা খাতুন মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি শহরের ভায়না গ্রামে পরিবারের অন্যান্যদের সাথে বসবাস করতেন। বার্ধক্যজনিত কারণে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে মাগুরা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।
এছাড়া মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি জিন্নাতুল নূর, সাধারণ সম্পাদক নুরুল আমিন, মুক্তিযুদ্ধের গবেষক ও সাংবাদিক জাহিদ রহমানসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ করছেন।