মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা রোকেয়া সুলতানা বৃহস্পতিবার রাত ২.৩০ টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
রোকেয়া সুলতানার স্বামী মাগুরার বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আশফাকুল ইসলাম গুলু তৎকালীন যশোর অঞ্চলে ন্যাপ (ভাসানি) এর সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি দুই পূত্র ও এক কন্যাসহ অসংখ্য ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণা কেন্দ্রের আহ্বায়ক জাহিদ রহমান, মাগুরা জেলা জাসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।