আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:০৩


নির্বাচন বিএনপির এজেন্ডা নয়-হাসানুল হক ইনু

মাগুরা প্রতিদিন : জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বিএনপির এজেন্ডা নয়। নির্বাচন তাদের লক্ষ্য নয়। তারা সরকার বদল করতে চায়। তারা নির্বাচনের আগেই ক্ষমতার গ্যারান্টি চায়। তা নাহলে তারা ভোট করবে না।

শনিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বিকাল সাড়ে ৫টায় মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মু্িক্তযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই নানা ধরণের গুজব চলে। সেটিই চলছে। দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের আগে শেখ হাসিনার পতন চেয়েছেন। কিন্তু আসলে তারা নিজেদের এজেণ্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগেই তাদের দণ্ডিত অপরাধিদের নেতাদের মুক্তি চায়। তারা চায় রাজাকারকে হালাল করতে। যুদ্ধাপরাধিদের হালাল করতে। কিন্তু জাসদের প্রাণ থাকতে জামাত জঙ্গিকে হালাল করার রাজনীতি করতে দেয়া হবে না।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি যাই বলুক না কেনো বাংলাদেশের ভোট কোনো বিদেশী গোষ্ঠির কথায় আটকে যাবে না। তাই বিএনপির উদ্দেশ্যে বলবো নির্বাচনের ট্রেনে উঠুন আর না হয় কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যান। এদেশ আমজনতার। জামাত রাজাকার জঙ্গীদের নয়। জাপিত জীবনের সমস্যা সমাধানের কোনো যাদুর কাঠি বিএনপির হাতে নেই। দ্রব্যমূল্য, দূর্নীতি, বৈষম্য কমানোর যাদুর কাঠি নেই।  ওরাও ক্ষমতায় ছিল। তাদের প্রতিটি নেতার পিঠে দূর্নিতির ছাপ। হাতে দলবাজির রক্ত। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি জামাত হতে পারে না।

মাগুরার নোমানী ময়দানের এ জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পাশর্^বর্তি বিভিন্ন জেলা থেকে আগত ৫ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্ন, রাজবাড়ির সাবেক এমপি আবদুল মতিন, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology