মাগুরা প্রতিদিন : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ বছর পূর্তি উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এর আগে বিকালে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল সহ আরো অনেকে।
এছাড়া দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।