মাগুরা প্রতিদিন : বার-বার কালোটাকা সাদা করার সূযোগ থাকলে দেশে কর দেয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে না| ইতোপূর্বেও এই সূযোগ বারবার দেওয়া হবেনা বললেও প্রতি বছরের বাজেটে তা উপেক্ষিত হয়ে আসছে।
আমরা উপরিউক্ত বিষয়ে দেশবাসীর সাথে একটি সুনির্দিষ্ট মানদণ্ড ও পরিকল্পনা আশাকরি। ইতোমধ্যে দেশে দূর্নীতির বিষয়ে অনেকগুলো ঘটনা সামনে আসায় মানুষ ক্ষুব্ধ ও হতাশ বটে। দূর্নীতি প্রতিরোধে দেশবাসীর প্রত্যাশা ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা জিরো টলারেন্স নীতির দ্রুত বাস্তবায়ন করা হোক।
শনিবার বিকাল পাঁচটায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভায় এক গৃহীত প্রস্তাবে এই সকল কথা বলা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বলা হয়, সাধারণ মানুষ কষ্টে আছে এই বিষয়টি রাষ্ট্র কে বুঝতে হবে। মানুষের আয়ের সাথে ব্যয়ের অসংগতি, পরিবার পরিজনদের নিয়ে দুঃখ কষ্ট বেড়েছে। ব্যবসা বাণিজ্যে চরম হতাশা, বিদুৎ ও জ্বালানী সংকটে উৎপাদন বণ্টনে ঘাটতি, ডলার সংকটে আমদানী রফতানি বানিজ্যে ব্যপক হতাশা বিরাজ করছে। অন্যদিক ঘোষিত বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন জটিল ও কঠিন সময় পার করছে দেশবাসী। আমরা জাতীয় অগ্রযাত্রার বিষয়টি বিবেচনায় নিয়ে ঋণখেলাপীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি। একই সাথে অর্থ পাচারে ব্যাংকিং সেক্টরের দূর্বলতা নিরসনের উদ্যোগ নেওয়ার দাবী জানাই।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এস এম এ সবুর, জয়ন্তী রায়, ড, সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক -এ কে আজাদ, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদক মন্ডলীর সদস্য, হান্নান চৌধুরী, ইসমাইল হোসেন, আবিদ হোসেন অপু, জুবায়ের আলম , কেন্দ্রীয় নেতা,জাহিদ আলম, আবদুল ওয়াহেদ, হারুনার রশীদ ভূইয়া, নুরুল আমিন, আজহার আলী, গোলাম আব্বাস, আজিজুর রহমান আজিজ। সভায় ১৬ সেপ্টেম্বর ২০২৪ সম্মিলিত সামাজিক আন্দোলনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে সারাদেশে পনের হাজার বৃক্ষ রোপন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।