আজ, সোমবার | ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৮


বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রলীগ শহরে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে।

শনিবার সকাল ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা  স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ ।

সভায় বক্তারা অবিলম্বে এ গ্রেনেড হামলার ঘটনায় দোষীদের শাস্তি ও ফাঁসি দাবী করেন।

মানববন্ধন শেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology