মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির হেলুসিনেশনে ভূগছেন বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ালীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শনিবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ভার্চুয়াল বক্তব্যে বলেন, ফখরুল সাহেব বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করে বক্তব্য দেন। তিনি প্রতিদিন হ্যালুসিনেশনের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শ্রীলংকা যাচ্ছেন। কিন্তু বিএনপি নেতারা জানেন না, বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারে না। কেননা, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ঋণগ্রস্ত দেশ নয়। বাংলাদেশ শ্রীলঙ্কাকেই ২০০ মিলিয়ন ঋণ দিয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি ঐক্য জোটের ডাক দিয়েছে। গত নির্বাচনের সময় তাদের লেজে গোবরে ঐক্য দেখেছি। তাদের নেতাদের লজ্জা পাওয়া উচিত। যাদের নিজেদের কোনো ঐক্য নেই। তারা কীভাবে ঐক্যের ডাক দেয়। তাই বিএনপির এই ঐক্যের ডাক জনগণের সাথে তামাশা বলে মনে করি।
শহরের নোমানী ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা, পারভীন জামান কল্পনা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফরউল্লাহ উপস্থিত থাকলেও ভাইয়ের মৃত্যুর খবরে তিনি সম্মেলনের মাঝপথে ঢাকায় ফিরে যান।
সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহকে সভাপতি ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুকে আবারও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেন।