মাগুরা প্রতিদিন : মাগুরা জেলার আহ্বায়ক কমিটি বাতিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটি বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ আগস্ট বিএনপি নেতা আলী আহমেদকে আহ্বায়ক এবং আকতার হোসেনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কিন্তু গত ৫ বছরেও নেতৃবৃন্দ একটি কার্যকরি কমিটি গঠন করতে সমর্থ হয়নি।