মাগুরা প্রতিদিন : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি আমলের সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং রিগিং হতো বলেই কেয়ারটেকার সরকার ব্যবস্থার প্রচলন করা হয়েছিলো। এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে। বিধায় এখন সংবিধানে কেয়ারটেকার গভমেন্টের কোনো ব্যবস্থা নেই। তাই সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মাগুরায় নব নির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জননেত্রি শেখ হাসিনার সরকার চায় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক। আর সংবিধান মেনেই তাদের অংশগ্রহণ করতে হবে। কোনো দল নির্বাচনে আসবে কিনা সেটি তারাই ঠিক করবে।
অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা সেটি নির্ধারণ করবে জনগণ। নির্বাচন অংশগ্রহণমূলক হবে যখন জনগণ ভোট দেবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ভোট দেবে।
মাগুরায় জেলা জজ আদালত সীমানা সংলগ্ন প্রায় ৪৩ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যায়ে ১২ তলা ফাউণ্ডেশন বিশিষ্ট নতুন ৮ তলা আদালত ভবন প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ারের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, সারাদেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, গণপূর্ত বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজালাল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু সহ আরো অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। এটি ধরে রাখতে সকলকে কাজ করে যেতে হবে।
মন্ত্রী পরে মাগুরা সদর উপজেলার কাটাখালি স্কুল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় বক্তব্য রাখেন।