মাগুরা প্রতিদিন : বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদকে মিথ্যা এবং গুজব বলে আখ্যা দিয়ে মাগুরায় নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ফেরদৌস রেজার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জনাব মাসুদ হাসান খান কিজিল, জাহাঙ্গীর হোসেন হীরা, টিপু সুলতান, কাজী সিরাজ উদ্দিন মিহির, নাজমুল ইসলাম, মাহফুজ, অপু সহ আরো অনেকে |
সভায় বক্তারা বলেন, ভারত কার্যত বাংলাদেশকে অশান্ত করার জন্য একটি পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে। সে কারণে সেদেশের কিছু স্যাটেলাইট টিভি চ্যানেলে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া নিউজ ও অবিরাম মিথ্যাচার করছে সম্প্রচার করছে| সমাবেশ অবিলম্বে ভারতের এই উস্কানি বন্ধ করার আহবান জানানো হয়, ভারতকে তার দেশের সংখ্যা লঘুদের উপর যে প্রতিনিয়ত অবিচার করছে সেটা বন্ধের আহবান জানানো হয়।