আজ, মঙ্গলবার | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৫


ভাষাসৈনিক হামিদুজ্জামানের ১২ তম মৃত্যু বার্ষিকী ১৯ আগস্ট রবিবার

মাগুরা প্রতিদিন ডটকম : ১৯ আগস্ট রবিবার ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার ১২ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।

ভাষা আন্দোলনে ছাত্র নেতৃত্ব দেয়ায় হামিদুজ্জামান এহিয়াকে বেলুচ আর্মড ফোর্স গ্রেফতার করে। তিনি ভাষা আন্দেলনে গৌরবদীপ্ত ভুমিকার কারণে জননেতা হোসেন শহীদ সোরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবের সান্নিধ্য ও আশীর্বাদ লাভ করেন। তাঁর স্বীকৃতি স্বরূপ ভাষা আন্দোলন গবেষণ কেন্দ্র ও মিউজিয়াম হামিদুজ্জামান এহিয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে।

এ ছাড়াও তাঁর নামে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল-কেষ্টপুর সড়কের নামকরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ মাগুরার খ্যাতনামা রাজণৈতিক প্রয়াত সংসদ সদস্য প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর রাস্তাটি উদ্বোধন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology