মাগুরা প্রতিদিন ডটকম : পুলিশের হাতে আটক আবাবিল শেখ তুহিন এবং আবু বক্কার আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্র সম্পর্কে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে মাগুরা ও ফরিদপুরের রাজনীতি সংশ্লিষ্ট প্রভাবশালী সাবেক চার ছাত্রনেতাকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।
বুধবার মটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ফরিদপুরের মধুখালি উপজেলার নওপাড়া ঘাট থেকে মাগুরা সদর উপজেলার পারলা খালকুল পাড়া (বেলতলা) গ্রামের লালমিয়া শেখের ছেলে আবাবিল সেখ তুহিন (২৬) এবং একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে আবুবক্কার মন্ডল (২৩)কে একটি চোরাই ডিসকভার-১২৫ ও একটি হিরো হোন্ডা মটরসাইকেলসহ আটক করে।
মধুখালি থানা পুলিশ জানায়, বুধবার মধুখালি উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের সমীর বিশ্বাস একই গ্রামের নির্মল ডাক্তারের পরিত্যক্ত ধানের চাতালের সামনে ১২৫ সিসি ডিসকভারি মোটরসাইকেলটি রেখে মাঠের মধ্যে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে ফিরে এসে দেখতে পান সাইকেলটি নেই। এ সময় খোঁজ করতে গিয়ে জানতে পারেন নওপাড়া ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় করে মোটরসাইকেল নিয়ে চোরেরা পালিয়ে যাচ্ছে। বিষয়টি থানায় জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের আটক করে।
গত মঙ্গলবার বোয়ালমারি উপজেলার চতুল গ্রামে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মৃধার বাড়ির সামনে থেকে একটি এপাসি মটর সাইকেল চুরি হয়ে যায়। ওই বাড়ির সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজেও এই চোর চক্রের সদস্যদের ছবি দেখতে পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুলিশের হাতে আটক আবাবিল শেখ তুহিন ও বক্কার মণ্ডল আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাবাসাদে তারা এই সিণ্ডিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক দুই মটর সাইকেল চোরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।