মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে গাঁজার গাছসহ নাছির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়।
আটককৃত নাছির উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রোনগর গ্রামের আবুল খায়ের মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের এসআই রিপন, এএসআই কামরুল, ফারুকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর মধ্যেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৩৬টি রোপনকৃত গাঁজার গাছসহ নাছিরকে আটক করে। তিনি তার নিজ বাড়ির পাশের কলা গাছের বাগানে এ গাছের চাষ করেন।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, আটককৃত যুবকের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।