আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫২


মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী (৫৬) নামে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে ইউনুস আলী উপজেলার দীঘা ইন্তাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর ২ টার দিকে পারিবারিক কাজে তিনি মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থেকে মাগুরা শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার কালুকান্দি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল সড়কের পাশে একটি গাছে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি মোঃ বোরহান উল ইসলাম নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology