নিজস্ব প্রতিবেদক : কৃষক, শ্রমিক, কর্মজীবী, শ্রমজীবীসহ মাগুরা জেলার সব মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য এবং জনপ্রিয় গণমাধ্যম মাগুরা প্রতিদিন ডটকমের প্রকাশক জাহিদুল আলম।
এক বার্তায় জাহিদুল আলম বলেন, ‘করোনা দুর্যোগ এবং বৈশ্বিক নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আবার এসেছে নতুন বছর। প্রতিটি নতুন বছরই নতুন সব স্বপ্ন নিয়ে আসে। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে বরণ করে এগিয়ে যাওয়াই হলো বড় কর্তব্য।
তিনি বলেন, করোনা দুর্যোগের কারণে ২০২১ সনটি ছিল খুব চ্যালেঞ্জের। বিশেষ করে করোনার প্রভাবে শহর ও গ্রামীণ অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনা-১৯ সারাদেশেই শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ প্রায় প্রতিটি খাতেই নানান সংকট তৈরি করে। সারাবিশ্ব সেই সংকট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।
জাহিদুল আলম আরও বলেন, ‘করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করেই এখন মানুষকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
২০২২ সন প্রতিটি মানুষের জন্যেই মঙ্গল বার্তা নিয়ে আসুক সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।