মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জটিল রোগের চিকিত্সা দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম।
মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে চলা এ মেডিকেল ক্যাম্পে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক জটিল পাইলস, গেঁজ, ফিস্টুলাসহ মলদ্বারে ব্যথা, পুঁজ পড়া, মলদ্বার ফুলে যাওয়া, পুরাতন আমাশয় এবং দীর্ঘদিনের কোষ্ঠ্যকাঠিন্যে আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মাগুরার কৃতি সন্তান, সিএমএইচ-এর প্রাক্তন বিভাগীয় প্রধান (কোলরেক্টাল ও জেনারেল সার্জন) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. তানভীরুল ইসলাম নিজ জেলার রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে এমন আয়োজনের জন্যে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম (এডমিন) জাহিদুল আলম, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)ডা. গোলাম রিয়াদ চৌধুরী, এসিসট্যানট সেলস ম্যানেজার মো. হাফিজ উদ্দিন, এসিসট্যানট সেলস ম্যানেজার এস. এম. জাহিদ আলম উপস্থিত ছিলেন।
দুপুরে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সাবেক এমপি কামরুল লায়লা জলি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম দেখতে আসেন এবং ইনসেপ্টার এমন সেবা উদোগকে স্বাগত জানান।