মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক ৯৯টি কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণের পাশাপাশি “মা ও শিশু কর্নার” স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
রবিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসন কর্তৃক চিকিত্সা উপকরণ বিতরণ ও কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক , অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ।