মাগুরা প্রতিদিন : মাগুরায় ৩ শতাধিক অসহায় প্রশিনার্থীর মাঝে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের সনদ পত্র ও সন্মানী বিতরণ করেছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা ।
বুধবার সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কে বহুমুখী মানব কল্যাণ সংস্হার কার্যালয়ে প্রশিনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সংস্হার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুল হক।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বহুলুল কবীর, সাংবাদিক রুপক আইচ, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্সসহ অন্যরা।
ইতিমধ্যে সংস্থাটির উদ্যোগে মাগুরা জেলার ১ হাজার ২৩০ জন নারী ও পুরুষকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।