মাগুরা প্রতিদিন : মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশী কার্যক্রম নিয়মিত করণের উদ্যোগ নেয়া হয়েছে।
১১ আগস্ট রবিবার থেকে পুলিশ প্রশাসন সারা জেলায় স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা।
শনিবার দুপুরে মাগুরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল এএম রকিবুল কবির এবং মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের উপস্থিতিতে পুলিশী কার্যক্রম নিয়মিত করণের বিষয়ে সাংবাদিকদেরকে নিশ্চিত করেন মাগুরা পুলিশ সুপার।
মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা বলেন, বিগত দিনগুলোতে মাগুরা পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তারপরও ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় পুলিশ সদস্যদের অনেকে আহত হয়েছেন। শহরের ভায়নার মোড়ে ২০ পুলিশ সদস্যকে আটকে রাখা হয়। তাদের উদ্ধার করতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মাগুরার সাধারণ মানুষ সহযোগিতা করেছেন। তাদের কাছে পুলিশ প্রশাসন কৃতজ্ঞ।
১১ দফা বাস্তবায়নের দাবিতে সারা জেলাতে পুলিশ কর্মবিরতি চালিয়ে আসছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জেলার উর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। বাকিরাও রবিবার থেকে কাজে যোগদান করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপারের বক্তব্যের আগে মাগুরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল আবদুল্লাহ মোহাম্মদ রকিবুল কবির বলেন, সবার উপরে দেশ। সবার উপরে আমাদের পতাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবখানেই সেনা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ শুরু করেছি। স্থানীয় সাংবাদিক সহ সকলের ঐকান্তিক সহযোগিতায় শিগগিরই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছি।
সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, আমরা দেশকে ভালোবাসি। অতিতেও মাগুরার সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করেছে। একসাথে কাজ করে আমরা সবার আগে মাগুরাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চাই।
প্রেসব্রিফিংকালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদি রাসেল সহ সদর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।