মাগুরা প্রতিদিন : মাগুরায় দুটি চোরাই মটর সাইকেল সহ আন্তজেলা চোরাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মাগুরা শহরের খান পাড়ার গোলাপ খানের ছেলে হাসু খান (৪০), মহম্মদপুর উপজেলার মৌলি গ্রামের জয়েন উদ্দিন ওরফে জয়নালের ছেলে ইলিয়াস হোসেন (৪২) এবং সদর উপজেলার ইছাখাদা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে কদর মোল্যা (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ শে মার্চ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই ১৫০ সিসি এপাচি মোটর সাইকেল বিক্রির সময় ইছাখাদা এলাকা থেকে কদর মোল্যাকে গ্রেফতার করে মাগুরা সদর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির সঙ্গে জড়িত হাসু খান এবং ইলিয়াসকে গ্রেফতারের পাশাপাশি চোরাই আরো একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।
মাগুরা পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, আসামীরা মাগুরা জেলা সহ দেশের বিভিন্ন এলাকা হতে মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, দুদিন আগে মাগুরার মহম্মদপুর এবং শ্রীপুর থেকে চোরাই মটর সাইকেল সহ আরো আরো ৪ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।