মাগুরা প্রতিদিন: মাগুরায় বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় অংশ নিতে যাওয়া বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিএনপি নেতাদের অভিযোগ, বেলা সাড়ে ১২ টার দিকে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ে যাচ্ছিল। দলের প্রতিনিধি সভায় অংশ নিতে যাওয়া মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় পৌঁছলে সেখানে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়।এ সময় তাদের হামলায় বিল্লাল হোসেন, পলাশ, শরিফুল এবং মাহাবুবুর রহমান আহত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শহরের জামে মসজিদ সড়ক থেকে কলেজ রোড পর্যন্ত উভয় পক্ষের মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষ এবং ধাওয়া পালটার ধাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, কোনো প্রকার উষ্কানী ছাড়াই ছাত্রলীগের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করায় এ সংঘর্ষের সূত্রপাত।
তবে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এ ঘটনার জন্যে বিএনপি কর্মীদের দায়ী করে বক্তব্য দিয়েছেন।