মাগুরা প্রতিদিন : ঐতিহাসিক সিপাহী জনতার অভূত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মাগুরায় জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের কলেজপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ে মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা দিবসটির উপর বক্তব্য রাখেন জেলা জাসদ সহসভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, জেলা যুব জোটের সভাপতি শামীম শরীফ, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষমতালিপসু সেনা অফিসারদের বিশৃঙ্খলা, ব্যক্তি ও গোষ্ঠির স্বার্থে সেনা বাহিনীকে ব্যবহার, সংবিধান লঙ্ঘন, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ এবং ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে ৭৫ এর ৭ নভেম্বর সংগঠিত সিপাহী-জনতার অভ্যূত্থান স্মরণে আলোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, ৭৫ সালের ৭ ই নভেম্বরের মহানায়ক কর্নেল বীর উত্তম তাহের আর কেউ নন। সেদিন রাতে তাহেরের আহ্বানে সাধারণ সৈনিকেরা রাস্তায় নেমে এসেছিল। এটি ছিল ঐতিহাসিক এবং বিরল ঘটনা। কিন্ত দেশী ও বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে সব সাফল্য হাতছাড়া হয়ে যায়। ৭ নভেম্বরের ঘটনা একটি মহল পুঁজি করে নিজেদের মতো নামকরণ করেছে যা ইতিহাসের কালো অধ্যায়।