আজ, বুধবার | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪১


মাগুরায় পরিবহনের ধাক্কায় মটরসাইকেল আরোহী ও এক ভিক্ষুকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় মেডিকেল কলেজের সামনে পরিবহনের ধাক্কায় মটর সাইকেল আরোহি এবং পথচারি এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার দুপুর পৌনে ২ টার দিকে মাগুরা শহরের দৃষ্টি প্রিন্টার্সের মালিক আনোয়ার হোসেন একজন রোগীর সাক্ষাত শেষে মটর সাইকেল নিয়ে হাসপাতালের ২নং গেট দিয়ে বেরিয়ে রাস্তা অতিক্রমের চেষ্টা করছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকার নীচে তিনি পড়ে যান। একই সময়ে দূর্ঘটনা কবলিত পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি এম্বুলেন্সকে আঘাত করার পাশাপাশি রোকেয়া নামে এক ভিক্ষুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন (৫০) মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং ভিক্ষুক রোকেয়া (৬৫) মাগুরা শহরের ভায়না এলাকার বস্তিতে বসবাস করতেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, দূর্ঘটনার পর পরিবহনটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology