মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছেন মাগুরা সদরের পৌরসভার কেশবমোড় এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে
কাজল (৬০) এবং মঘি ইউনিয়নের বুধইরপাড়া গ্রামের মোকলেস বিশ্বাসের ছেলে আবু ইছা (৬৫)।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাজল তার বাড়ির আম গাছের ডাল ছাঁটতে গিয়ে নিচে পড়ে যান। এতে মারাত্মকভাবে আহত হলে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে ইটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নাটাগাড়ি নীচু এলাকায় পেছন থেকে ধাক্কা দিয়ে তুলতে গিয়ে পা পিছলে নীচে চাপা পড়েন। সকালে এ ঘটনার পর পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উভয় ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল।