আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৩

ব্রেকিং নিউজ :

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের সেগুনবাগিচায় এ উপলক্ষে আয়োজিত সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সভায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ আরো অনেকে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology