মাগুরা প্রতিদিন : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং চিকিত্সার জন্যে বিদেশে প্রেরণ ও সরকারের পদত্যাগের দাবিতে মাগুরায় অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২ টায় শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলি আহম্মদ, সদস্য সচিব আকতার হোসেন, বিগত সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম খান সুজা, বিএনপি নেতা এডভোকেট রোকনুজ্জামান খান, আলমগির হোসেন সহ আরো অনেক।
পুরে দুপুর ২ টায় জেলা বিএনপি আহ্বায়ক আলি আহম্মদ এবং সদস্য সচিব আকতার হোসেনকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করার দলীয় নেতা-কর্মীরা।