মাগুরা প্রতিদিন : মাগুরায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এবং মহিলা দলের হাজার হাজার নেতা-কর্মী নিয়ে শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে।
এর আগে শহরের ভায়নার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করা হয়। পরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলি আহমেদ বিশ্বাস, সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, হাসান ইমাম সুজা, আলমগির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম সহ আরো অনেকে।
বক্তারা অবলম্বে বর্তমান সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।