মাগুরা প্রতিদিন: মাগুরায় বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিহির কান্তি বিশ্বাস, মাগুরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বায়ারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) লিংকন মিয়াসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নেন।