আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২১

ব্রেকিং নিউজ :
ক্রীড়ালেখক হিসেবে সম্মাননা পেলেন মাগুরার জাহিদ রহমান মাগুরা জেলা বিএনপির নতুন কমিটিকে ছাত্রদলের অভিনন্দন মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা মাগুরার রওশন ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মাগুরায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্ত দিবস পালন মাগুরার দারিয়াপুর কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির দু’ গ্রুপে ব্যাপক সংঘর্ষ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অব্যাহতিতে মহম্মদপুরে আনন্দ মিছিল মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন মাগুরায় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি

মাগুরায় ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণের পরিকল্পনায় জড়িত একজনকে গ্রেফতার


মাগুরা প্রতিদিন : মাগুরার দুটি আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কমপক্ষে ৩টি করে বোমা বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপর বিএনপির গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে বলে পুলিশের দাবি।

নাশকতামূলক পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি সজিব শেখকে গ্রেফতার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং থেকে বিএনপির নাশকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।

পুলিশের হাতে গ্রেফতার সজিব শেখ মাগুরা শহরের পুলিশলাইন এলাকার মসলেম শেখের ছেলে। তার কাছে প্রাপ্ত মোবাইল ফোনে জাতীয়তাবাদী যুবদলের নামে পরিচালিত গ্রুপকলের আলাপচারিতায় কেন্দ্রে কেন্দ্রে হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যে বিএনপির হাইকমান্ড থেকে মাগুরার বিভিন্ন নেতা-কর্মীদের ঢাকা থেকে ফিরে মাগুরায় অবস্থানের বিষয়টি উল্লেখ রয়েছে। একই সাথে নির্বাচনের দিনে ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারে সে লক্ষ্যে জনমনে ভীতি সঞ্চারের জন্যে সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা, পটকা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাতবোমা সংগ্রহ এবং প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৩টি করে হাতবোমার ব্যবহার নিশ্চিত করা এবং বিশেষ করে পুলিশের উপর গুপ্ত হামলা করার পরিকল্পনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

মাগুরা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা বলেন, মাগুরার দুটি আসনের প্রধান প্রধান সড়ক সংলগ্ন ৭০টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পুলিশের পক্ষ থেকে ৬ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব কেন্দ্রে নাশকতা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্র থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরকে ২ লক্ষ টাকা দেয়া হয়েছে। অতিরিক্ত টাকার প্রয়োজন হলে জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ এবং বিএনপি নেতা মনোয়ার হোসেন খান ব্যবস্থা করবেন বলে গ্রেফতারকৃত সজিবের ফোনের গ্রুপকল থেকে জানা গেছে।

তবে যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীগুলো কাজ শুরু করেছে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology