মাগুরা প্রতিদিন : মাগুরায় বুধবার সকালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সেকেন্দার আলি (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
তিনি মাগুরা শহরের ভিটাসাইর গ্রামের মোসলেম আলির ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল ১০ টার দিকে মাগুরা শহরের ভায়না এলাকার এক যুবক দ্রুতগতিতে মটর সাইকেল চালিয়ে মাগুরা-যশোর সড়কের ট্রেক্সটাইল মিলের সামনে পথচারী সিকান্দার আলিকে পেছন থেকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে এলকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।