মাগুরা প্রতিদিন : মাগুরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরসপ্তকের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কলেজপাড়াস্থ সুরসপ্তক কার্যালয়ে জেলার শীতার্ত সাংস্কৃতিক পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতী, সুরসপ্তক মাগুরার সমন্বয়কারী সুরভী খান, প্রশিক্ষক সত্য চক্রবর্তী, শামীম শরীফসহ অন্যান্যরা।
সুরসপ্তকের প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন বলেন, উদ্যোগ যত ছোটই হোক- যে কোনো ধরনের বিপদে বা ঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রতি এই ভালোবাসার মূল্য অনেক।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান বলেন, সাংস্কৃতিক কর্মী বা স্বজনদের আলাদা করে সহযোগিতার হাত বাড়ানোটা অবশ্যই সম্মানের।
জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতীর মতে, এ ধরনের ক্ষুদ্র সহযোগিতা আমাদের দায়িত্ববোধের প্রকাশ। সুরসপ্তক মাগুরার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয় হয়ে থাকবে।
মাগুরা জেলার অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে সুরসপ্তক বিশুদ্ধ সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে কাজ করে চলেছে।