মাগুরা প্রতিদিন : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদ আলমসহ জেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতৃবৃন্দ সকালে শহরে র্যালি বের করে। শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্তম্ভের পাদদেশে সমবেত হয়। সেখানে মহান একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাসদ নেতৃবৃন্দ।
এ সময় জাসদ কেন্দ্রীয় কার্য়নির্বাহী কমিটির সদস্য জাহিদ আলম, মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, জাসদ নেতা আনিসুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।