আজ, সোমবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৫


মাগুরায় স্বেচ্ছাসেবক দল-যুবদলের ৪ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবি

মাগুরা প্রতিদিন : মাগুরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের ৪ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকালে মাগুরা অডিটোরিয়ামে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিস্কৃত সভাপতি আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা যুবদলের সদস্য কাজী সানাউল হক তন্ময়, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত এসব নেতৃবৃন্দকে দলের নিবেদিত প্রাণ হিসেবে উল্লেখ করে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বুধবারের প্রতিবাদ সমাবেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বিগত সময়ে যারা পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে আঁতাত করে চলেছে, আন্দোলন সংগ্রামে যাদের উপস্থিতি ছিল না, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ওই গোষ্ঠী আজ এসব বহিস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছেন বলে তারা দাবি করেন।

সমাবেশে জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিক্কা, সদ্য সাবেক যুবদল নেতা কাজী সানাউল হক তন্ময়, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসান সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলের কর্মী সমর্থকেরা বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিস্কৃত সভাপতি আশরাফুজ্জামান শামিম বলেন, আমরা কোনো অন্যায় করিনি। বিগত সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে বারবার দমন পীড়নের শিকার হয়েছি। বারবার কারাবরণ করতে হয়েছে। অথচ আত্মপক্ষ সমর্থনের কোনো প্রকার সুযোগ নিয়ে দলের নিবেদিতপ্রাণ ৪জনকে বহিস্কার করা হয়েছে।

অগণতান্ত্রিক উপায়ে এবং অন্যায়ভাবে ঘোষিত বহিস্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা না হলে প্রয়োজনে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology