মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনদিনের আঞ্চলিক ইজতেমা।
জেলার সদর উপজেলার কাটাখালি বাজার এলাকায় আয়োজিত ইজতেমায় মাগুরা অঞ্চলের তাবলিগের সাথীরা ছাড়াও সৌদি আরব, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগিত প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন।
ইজতেমাকে নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার মাগুরা জেলা তাবলিগের মাওলানা রুহুল আমিন ইজতেমায় বয়ান করেন।
রোববার (১০ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিনদিনের আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা।