মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের নাম ব্যবহার করে ৭টি ভুয়া ফেসবুক একাউন্ট তৈরি করে আর্থিক সহায়তা চাওয়ায় সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
মাগুরা শহরের পিটিআই পাড়ার বাসিন্দা আইটি বিশেষজ্ঞ সোহেল রানা সংসদ সদস্যের পক্ষে শনিবার দুপুরে মাগুরা সদর থানায় এই সাধারণ ডায়রি করেছেন।
সোহেল রানা জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নাম ব্যবহার করে ৭টি ফেসবুক একাউন্ট তৈরি করা হয়েছে। যেসব একাউন্ট থেকে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ব্যক্তির কাছে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের নামে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অথবা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে তারা এসব একাউন্ট তৈরি করেছেন। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে ডাচবাংলা ব্যাংকের একটি একাউন্ট নম্বরও ব্যবহার করেছে। এ বিষয়টি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সাথে পরামর্শক্রমে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, বিষয়টি তদন্তের জন্যে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।