মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ওয়াপদা এলাকা থেকে খাগড়াছড়ি এলাকার ওমর আলি নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি গ্রামের পশ্চিমপাড়ার মমিন আলির ছেলে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ২৯ বোতল ফেন্সিডিল সহ ওমর আলিকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের পর আটককৃত মাদক কারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওমর আলির মতো আরো অনেকে স্থানীয় মাদক কারবারীদের সহযোগিতায় অবৈধভাবে মাদক আনা নেওয়া করছে। মাদকের চোরাচালান বন্ধে মাগুরা পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান চলছে বলেও তিনি জানান।