মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে সোমবার বিকালে দেড় বছরের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। শিশুটি ওই গ্রামের হৃদয় হোসেন মোল্যার একমাত্র পুত্র।
এলাকাবাসি জানায়, বিকাল ৫ টার দিকে একাকি খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে আসে। এরই মাঝে কোন এক সময় রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির পর তাকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।