মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার ৭’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবির সিদ্দিকী শুভ্র’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার কুকিলা গ্রামে অভিযান চালনো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের পুর্বপাড়া থেকে ইসলাম এবং ফরিদ শেখ নামে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।