মাগুরা প্রতিদিন : সনম আকতার প্রিয়া (৩০) নামে মাগুরা সদর উপজেলার চানপুর গ্রামের এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ দক্ষিণগাঁও শাহী মসজিদ এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, সানাম আক্তার প্রিয়া একাই সবুজবাগ থানার দক্ষিণগাঁও ৩৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন দর্জি ছিলেন। কী কারণে কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি জানা সম্ভব হয়নি। তবে তার পূর্বপরিচিত কেউ এই হত্যাকাণ্ডে জড়িত আছে বলে ধারণা করা যাচ্ছে।