মাগুরা প্রতিদিন : মাগুরার নবগঙ্গা নদীতে বাবলু মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সে জেলার সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের অহেদ মোল্যার ছেলে।
নিরাপদে ভাসমান নৌকায় জুয়া খেলতে গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সংশ্লিষ্টরা জানালেও পুলিশ অভিযানের বিষয়টি অস্বীকার করেছে।
নিহত মাদক কারবারি বাবলুর বড় বোন ফরিদা বেগম জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজনান্দুয়ালী গ্রামের মিঠু নামে অপর এক জুয়াড়ি বাবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই রাতে তারা কয়েকজনে মিলে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে একটি নৌকায় জুয়া খেলছিলো। কিন্তু তারপর থেকে বাবলু নিঁখোজ ছিল। সোমবার সকালে গ্রামের লোকজন গোসল করতে গিয়ে নদীর ঘাটে তার লাশ ভেসে থাকতে দেখে।
পরিবার সংশ্লিষ্ট অনেকেই জানান, বাবলু দীর্ঘদিন ধরেই মাদকের কারবারের পাশাপাশি নৌকায় জুয়ার আসর বসিয়ে আসছিলো। কিন্তু শনিবার রাত ১ টার দিকে নদীর ঘাটে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা নৌকা থেকে লাফিয়ে পড়ে। জুয়াড়িদের অন্যান্যরা সাঁতরে উঠে আসলেও বাবলু নিঁখোজ ছিল।
মাগুরার অতিরিক্ত পুলিশ পুলিশ (সদর সার্কেল) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে বলে তারা জানালেও ওই রাতে সেখানে কোনো অভিযান ছিল না। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি খতিয়ে দেখতে জুয়া খেলায় অংশ নেয়া অন্যদের আটকের চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহত বাবলু মোল্যা মাগুরার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সদর থানায় ২১টি মামলা রয়েছে বলে জানা গেছে।