আজ, সোমবার | ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:২৬


মাগুরার পথেরহাটে শতবছরের ঐতিহ্যবাহী কবি গানের লড়াই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা সদরের পথেরহাট কালি মন্দির প্রাঙ্গনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী কবি গানের লড়াই।

দীর্ঘদিন যাবত প্রতিবছর ফাল্গুন মাসে কালি পূজার পরদিন এ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে এ কবি গানের আসর।

এ বছর মাগুরার বেড়ইল চেঙ্গারডাংগী গ্রামের কবিয়াল আশুতোষ সরকারের বিপরীতে কবি গানের লড়াইয়ে অংশ নেন ফরিদপুরের সহদেব সরকার। সাকার ও নিরাকারের উপাসনা বিষয়ের উপরে কবি গানের লড়াই চলে প্রায় ৫ ঘন্টা যাবত।

ঢোল, করতাল, মন্দিরা, কাশি বাশির সুরের সাথে কবিয়ালদের কথা ও সুরের লড়াই উপভোগ করেন এলাকার বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম সকল ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ। কবির লড়াইয়ে নারী দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান- শতাধিক বছর ধরে চলে আসা এ মন্দিরের কবি গানের আসরে এক সময় বিখ্যাত কবি বিজয় সরকার, রসিক সরকার, গৌর- নিতাইসহ বিভিন্ন বিখ্যাত কবিয়ালরা লড়াইয়ে অংশ নিয়েছেন।

কবি গানের আয়োজক নিত্য গোপাল বিশ্বাস গোপাল অধিকারী, অসিত দাসসহ আয়োজকরা জানান- প্রায় ৬ পুরুষ ধরে চলে আসা এ কবি গানের আসরটি এলাকার মানুষের অন্যতম আনন্দের উৎস। এ এলাকার হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ এখানে অংশ নেন। এখানকার মানুষের ঘরে ঘরে উত্সব শুরু হয় এ সময়ে।

স্থানীয় গোয়ালবাথান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত মুন্সী জানান- কবি গান শুনতে আশাপাশের বিভিন্ন গ্রাম থেকে শতশত হিন্দু মুসলিম এ অনুষ্ঠানে একত্রিত হন।

এ অনুষ্ঠানটি আমাদের এলাকার অসাম্প্রদায়িক চেতনার অংশ। আমরা সবাই মিলেই এ আয়োজনকে উৎসাহিত করে আসছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology