আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪২


মাগুরার বাবুখালী কলেজ শহীদ মিনারে ভাংচুর

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বাবুখালী আদর্শ কলেজ শহীদ মিনারে ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এ ঘটনা ঘটালেও স্থানীয় প্রশাসন এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষাশহীদদের স্মরণে কলেজের প্রাচীরের দক্ষিণ পাশে শহীদ মিনার নির্মাণ করা ছিল। পরে এই মিনারটি রেখে সামনে বড় পরিসরে আরেকটি শহীদ মিনার নিমর্মাণ করা হয়। কিন্তু সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা দুটি মিনারেই ভাংচুর চালিয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম জানান, কলেজ এলাকা মার্কেট নির্মাণের ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অন্য একটি পক্ষের বিরোধ রয়েছে। এ ঘটনার পেছনে সেসব বিষয় আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। তবে ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology